Read More

বৃক্ষ বিতরণ কর্মসূচি ও অভিষেক অনুষ্ঠান'১৯ইং

Read More

সাধারণ সম্পাদকঃ মুহাম্মাদ শাহেদ উদ্দিন।

Read More

সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মাদ হান্নান উদ্দিন।

Read More

সহ-সাংগঠনিক সম্পাদকঃমুহাম্মাদ কুতুব উদ্দিন (জিষার)

Read More

অর্থ সম্পাদকঃমুহাম্মাদ ইয়াছিন

January 24, 2020

হাটহাজারী পৌরসভায় ছাত্রসেনার উদ্যোগে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক.) এর উরস শরীফ উদযাপন এবং আসন্ন দাখিল ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ সম্পূর্ণ।





হাটহাজারী পৌরসভায় ছাত্রসেনার উদ্যোগে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক.) এর উরস শরীফ উদযাপন এবং আসন্ন দাখিল ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ সম্পূর্ণ।
=================================
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা- ইমাম শেরে বাংলা (রা) মাজার এরিয়া হাটহাজারী পৌর শাখার  উদ্যোগে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক.) এর উরস শরীফ উদযাপন এবং আসন্ন দাখিল ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান'২০২০ইং- সংগঠনের দলীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ সোলাইমান এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ শাহীন আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক    জননেতা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসীয়া আজিজিয়া শাহী জামে মসজিদের খতিব  মাওলানা সৈয়দ মুহাম্মদ শাহ মাসরুফ আলকাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম কাদেরী বলেন....."পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাজ হলো জ্ঞান অর্জন করা, কারণ,
একটি জাতিকে সম্মুখপানে এগিয়ে নিতে ঐ জাতীর জন্য জ্ঞান অর্জন অবশ্য জরুরী।
আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার হিসেবে পরিগণিত হবে। দাখিল(এসএসসি) ও আলিম(এইসএসসি) পরিক্ষা একজন ছাত্রের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনযোগ-সহকারে লিখাপড়ার মাধ্যমে এই পরীক্ষাগুলোতে সফলতার সহিত  উত্তীর্ণ হতে হবে।" তিনি শিক্ষাবান্ধব এ কর্মসূচি হাতে নেওয়ার জন্য ছাত্রসেনা মাজার এরিয়া শাখার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসেনা হাটহাজারী পৌরসভার সভাপতি যুবনেতা এম ছগির আহমদ, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ হারুন আজিজি(দুলাল), মুহাম্মদ সোহেল, যুবনেতা মাওলানা শেখ মুহাম্মদ তাজুল ইসলাম, যুবনেতা সৈয়দ মুহাম্মাদ নেজাম উদ্দিন, যুবনেতা নাসির উদ্দীন(রুবেল), জাহেদুল ইসলাম,সুমন আলী,ছাত্রনেতা মুহাম্মদ নাছির উদ্দীন,হাফেজ মুহাম্মদ শাহেদ উদ্দিন, শেখ ফরিদ, ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহি উদ্দিন (মহিন)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুস শুক্কুর,মোরশেদ,হাফেজ সাদ্দাম,উবায়দুল মোস্তফা,আরিফুর রহমান, সাব্বির হাসান,হানিফ,শিহাব উদ্দিন, মঈন উদ্দিন,ইয়াছের,মুহসীন,আবু সালেহ,এনাম প্রমুখ।  উক্ত অনুষ্ঠানে অর্ধ-শতাধিক পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শেষে মিলাদ-কিয়াম এবং দোয়া-মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Read More

January 16, 2020

হাটহাজারীতে শহীদ নুরুল আমিন রফিক(রহ)'র স্মরণ সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে শহীদ নুরুল আমিন রফিক(রহ)'র স্মরণ সভা অনুষ্ঠিত


বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩নং ওয়ার্ড এর ব্যবস্থাপনায়, ১৯৮৫ সালে কওমী সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলায় শাহাদাত বরণকারী শহীদ মুহাম্মদ নুরুল আমিন রফিক (রা) এর ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ কুতুবউদ্দিন জিষার এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ শাহেদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট'র কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব  জননেতা অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী(মা:জি:আ)। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতী মুহাম্মদ শাহ আলম কাদেরী। অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, রাসুল (দ.) বলেন ঐ ব্যাক্তি প্রকৃত মুসলিম, যার হাত ও মুখ হতে অপর মুসলিম নিরাপদ থাকে।অথচ এই দেশে জঙ্গিবাদের বীজ বপনকারী কওমী সন্ত্রাসীরা নুরুল আমিন রফিককে শহীদ করার মাধ্যমে প্রমাণ করলো তারা প্রকৃত মুসলমান নয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, বাংলাদেশ ইসলামী যুবসেনা হাটহাজারী পৌরসভার সভাপতি এম ছগির আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহেদুল আলম, কাজীপাড়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী,ছাত্রসেনা হাটহাজারী উপজেলার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ আবু তালেব,হাটহাজারী পৌরসভা যুবসেনার সাধারণ সম্পাদক সৈয়দ নেজাম উদ্দিন,অর্থ সম্পাদক নাছির উদ্দিন রুবেল,মাওলানা আব্দুস সবুর,মাওলানা আবু তালেব,আব্দুর রহিম বাদশা,মুহাম্মদ জাহেদ,মঈনুল ইসলাম রায়হান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহি উদ্দিন (মহিন)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের,মুন্না, হান্নান উদ্দিন,জাবেদুল আলম, মুবিন,আলী আকবর,শহিদুল ইসলাম,ওসমান উদ্দিন,এরশাদ,ইকবাল প্রমুখ।   অনুষ্ঠান সমাপ্তির পূর্বে শহীদ নুরুল আমিন রফিক (রা) এর মাজার শরীফে ফুল অর্পণ করা হয় এবং শেষে মিলাদ কিয়াম ও দোয়া-মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
Read More

October 25, 2019

হাটহাজারীতে ছাত্রসেনার পরীক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন

হাটহাজারীতে ছাত্রসেনার পরীক্ষা সামগ্রী বিতরণ
সম্পন্ন
=================================
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩নং ওয়ার্ড এর উদ্যোগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ,ইমাম আলা হযরত আহমদ রেযা খাঁন (রহ.) এর ১০১তম ওরশ শরীফ উদযাপন এবং জেএসসি/জেডিসি,প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান'১৯ইং- সংগঠনের দলীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাবেদুল আলম ও সদস্য মুহাম্মদ হান্নান উদ্দিন এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ শাহেদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ সেকান্দর মিয়া। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসেনা হাটহাজারী পৌরসভার অর্থ সম্পাদক যুবনেতা মুহাম্মদ নাসির উদ্দীন রুবেল,ছাত্রসেনা ৩ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম রায়হান, ছাত্রসেনা ৩নং ওয়ার্ডের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মদ আনিসুল ইসলাম (মুন্না), ছাত্রসেনা ৩নং ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক জনাব,মুহাম্মদ সুমন আলী,হাফেজ মাওলানা মামুনুর রশীদ কাদেরী, বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মদ সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সম্মানিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহি উদ্দিন (মহিন)। বিশেষ বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ কুতুব উদ্দিন (জিষার) এবং অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সচীব মুহাম্মদ ইকবাল হোসেন(আবির)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুবিন,আলী আকবর,শহিদুল ইসলাম,ফরহাদ উদ্দিন রানা, জুনাঈদ,আলাউদ্দিন,ওসমান উদ্দিন, আরাফাত,এরশাদ, আইয়ুব প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শতাধিক পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শেষে মিলাদ-কিয়াম এবং দোয়া-মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





























Read More

August 03, 2019

বৃক্ষ বিতরণ কর্মসূচি ও অভিষেক অনুষ্ঠান'১৯ইং

ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩নং ওয়ার্ডের "বৃক্ষ বিতরণ কর্মসূচি ও অভিষেক অনুষ্ঠান" সম্পন্ন
====================================
"দেশের প্রকৃতি দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাটি" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় "বৃক্ষ বিতরণ কর্মসূচি ও অভিষেক অনুষ্ঠান'১৯" সংগঠনের দলীয় কার্যালয়ে ওয়ার্ড ছাত্রসেনার সভাপতি এইচ এম শাহেদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জিষার ও সাংগঠনিক সম্পাদক হান্নান উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি হুসাইন মুহাম্মদ এরশাদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম।
প্রধান বক্তা ছিলেন হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সভাপতি মহিউদ্দিন মহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সিরাজুল ইসলাম, ওয়ার্ড ছাত্রসেনার সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম রায়হান, মুহাম্মদ শাহজাহান,ওমর ফারুক, ইমতিয়াজ উদ্দিন ও আজিজুল হক।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ.) ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে ইয়াছিন,জাবেদুল আলম ও ইকবাল।
এতে আরো উপস্থিত ছিলেন সাহেদুল ইসলাম মুন্না, আলী আকবর, শহিদুল ইসলাম,আব্দুর রহিম,জাহেদ,আরাফাত, শাকিল,ইরফান, মুবিন,আসিফ,জুনাইদ প্রমুখ।




Read More

May 31, 2019

ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! 




বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিল ও ইফতার মাহফিল আজ সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হান্নান উদ্দিন ও কুতুব উদ্দিন জিষারের যৌথ সঞ্চালনায় এবং মুহাম্মদ সাইফুল ইসলাম আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা রফিকুল ইসলাম কাদেরী।উদ্বোধক ছিলেন পৌরসভা ছাত্রসেনার সাবেক সভাপতি ছাত্রনেতা সাহেদুল আলম সাহেদ। প্রধান বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মহিউদ্দিন মহিন। কাউন্সিলর ছিলেন পৌরসভা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুস সবুর আলকাদেরী, হাটহাজারী পৌরসভা যুবসেনার সাধারণ সম্পাদক যুবনেতা নেজাম উদ্দিন,অর্থ সম্পাদক যুবনেতা নাছির উদ্দীন রুবেল,মাওলানা আবু তালেব,মাওলানা জিয়াউল হক,নজরুল ইসলাম,মইনুল ইসলাম রায়হান, আব্দুল্লাহ আল মামুন।



 এতে উপস্থিত ডেলিগেটদের মতামতের ভিত্তিতে হাফেজ শাহেদ উদ্দিন কে সভাপতি, কুতুব উদ্দিন জিষার কে সাধারণ সম্পাদক, হান্নান উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।


Read More

October 17, 2018

সুন্নি মুসলমান কি?। মাযহাব কি? । সুন্নি ধর্মতাত্ত্বিক ঐতিহ্য । হাদিসের প্রতি সুন্নি দৃষ্টিভঙ্গি । জেনে নিন সব কিছু

সুন্নি (মুসলমান)

সুন্নি মুসলিমরা ইসলাম অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায়। সুন্নিরা আরো পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত (আরবিهل السنة والجماعةأ‎‎ "হযরত মুহাম্মদ (সা.) -এর ঐতিহ্যের ও সম্প্রদায়ের লোক") বা সংক্ষেপে আহল আস-সুন্নাহ (আরবিأهل السنة‎‎‎)। সুন্নি শব্দের উৎপত্তি সুন্নাহ (আরবিسنة‎‎) শব্দ থেকে যা দ্বারা হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী ও কর্মকে বুঝায়। তারা ইসলামের সেই অংশকে প্রতিনিধিত্ব করে যারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হওয়া খলিফা আবু বকরকে (রা.) মেনে নিয়েছিল। তাই প্রতিনিধিত্ব ব্যবস্থায় ( খিলাফত) নির্বাচন বা ‘শুরা’ সুন্নি ইসলামের একটা বড় বৈশিষ্ট্য। অধিকাংশ সুন্নি আইনজ্ঞরা নিজেদের সুন্নি আইনের চারটি ঘরানার (হানাফিমালিকিশাফিহানবালি) যে কোনো একটির অনুসরণ করেন।

জনসংখ্যা

মুসলিম জনসংখ্যার কত অংশ কোন প্রধান ধারার সাথে যুক্ত আছে তা নির্ণয় করা পরিসংখ্যানবিদদের কাছে বেশ কষ্টকর ছিল। যেমন, শিয়া সুন্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য অনেক দেশেই পর্যাপ্ত পরিমাণে নেই। যখন কোনো তথ্য পাওয়া যায় না তখন দেশটিকে সুন্নি তালিকার অন্তর্ভুক্ত করা হয়। তবুও বিভিন্ন সূত্র ব্যবহার করে একজন মোটামুটি এই অনুমানে পৌঁছাতে পারে যে শিয়ারা মোট মুসলিম জনসংখ্যার ১০-১৫%। যদিও আরেকটি গ্রহণযোগ্য হিসেবে দেখা গেছে শিয়াদের মোট পরিমাণ ৭.৫%।[১]প্রকৃতপক্ষে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে শিয়াদের পরিমাণ মোট মুসলিম জনসংখ্যার এক-দশমাংশেরও কম।


 মাযহাব


ইসলামী আইনকে শরিয়াহ বলা হয়। আর এই শরিয়াহ তৈরি হয় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে। যারা এই আইনসমূহের ব্যাখ্যা দেন তাদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য আছে। সুন্নিদের প্রধান চারটি মাযহাব হল :
ইমাম ইমাম আবু হানিফা (র.) (জন্ম ৬৯৯খ্রি. - মৃত্যু ৭৬৭ খ্রি.) হলেন হানাফি মাজহাবের প্রবক্তা। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন। অন্য মাজহাবগুলোর তুলনায় তাঁর মাজহাবটিতে প্রজ্ঞা ও যুক্তির উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। বাংলাদেশপাকিস্তানভারতআফগানিস্তানমধ্য এশিয়া; দক্ষিণ রাশিয়াককেশাস, বলকান উপদ্বীপের কিছু অংশে, ইরাকসিরিয়ামিশরইয়েমেন এবং তুরস্কের মুসলমানগণ এই মাজহাব অনুসরণ করেন

মালিক ইবনে আনাস (জন্ম : ৭১১ খ্রিষ্টাব্দ/ ৯৩ হিজরি - মৃত্যু : ৭৯৫ খ্রিষ্টাব্দ/ ১৭৯ হিজরি) তাঁর তত্ত্বগুলো সুসংগঠিত করেন মদিনাতে যেখানে তাঁর সাথে পরিচয় ঘটেছিলো হযরত মুহাম্মদ (সা.)-এর বেঁচে থাকা এক সহচারীর (সাহাবীর) সঙ্গে। সমগ্র আফ্রিকা (মিশর ব্যতিত) ও পুর্ব উপকূল জুড়ে এই মাজহাবের প্রাধান্য লক্ষ্য করা যায়।

আল শাফি একজন মধ্যপন্থী হিসেবে বিবেচিত হন। তিনি প্রথমে ইরাকে ও পরে মিশরে শিক্ষালাভ করেন। ইন্দোনেশিয়া, মিশরের দক্ষিণ ভাগ, মালয়শিয়া এবং ইয়েমেনে এই মাজহাবের অনুসারীদের দেখা মেলে।


ইমাম আহমদ বিন হাম্বলী(৭৮০-৮৫৫ খ্রি./ ১৬৪-২৪১ হিজরি) আল-শাফির শিষ্য ছিলেন। তৎকালীন খলিফার সাথে কিছু মতভেদের কারণে তাঁর উপর অনেক নির্যাতন করা হয়। সৌদি আরবের আধুনিক সালাফিরা এই মতের অনুসারী বলে দাবী করে থাকেন।

(এই চারটি মাজহাবের মধ্যে অল্পবিস্তর পার্থক্য থাকলেও সুন্নিরা সব কয়টি পথকেই সঠিক মনে করেন)

শরিয়াহকে ব্যাখ্যা করে বিশেষ আইন প্রণয়নকে ফিকহ বলে। মাজহাব হলো একটা বিশেষ উপায়ে ফিকহকে ব্যাখ্যা করার প্রচেষ্টা। এই ঘরানাগুলো বিশেষ কিছু প্রমাণ (শাফি ও হানবালি) কিংবা বিশেষ কিছু সাধারণ নীতিমালা (হানাফী ও মালিকী) এর উপর গুরুত্ব আরোপ করে। যেহেতু এই মাজহাবগুলো শরিয়াহ ব্যাখ্যা করার পদ্ধতিগত ভিন্নতা নির্দেশ করে, তাই প্রতিটি ধারাতেই কিছু না কিছু পার্থক্য আছে। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন ফিকহ আইন তৈরি হয়। যেমন, একসময় তামাক সেবনে অনুৎসাহিত করা হতো এর উৎকট‌ গন্ধের কারণে কিন্তু পরবর্তীতে গবেষণায় এর খারাপ দিকগুলো উন্মোচিত হওয়ায় এটিকে এখন নিষিদ্ধ করা হয়েছে। ফলাফল হলো শরিয়া অপরিবর্তিত থাকলেও ফিকহ সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে।
মাজহাব ও ধর্মীয় উপদল একই বিষয় নয়। কারণ মাজহাবগুলো পরস্পরকে স্বীকৃতি দেয়। একটি বড় মুসলিম জনগোষ্ঠীতে চারটি মাজহাবের অনুসারী চিন্তাবিদই থাকতে পারে। এটা সম্পূর্ণ লোকজনের ব্যাপার যে তারা কোনটা পছন্দ করবে। অনেক সুন্নি মনে করেন যে, একজন মুসলিমের শুধু একটি মাজহাবই অনুসরণ করা উচিত। যদিও ব্যতিক্রমী পরিস্থিতিতে অন্য মাজহাব থেকেও বিধান নেওয়া যেতে পারে। কিছু মুসলমানরা আবার নির্দিষ্ট কোনো মাজহাব অনুসরণ করেন না। যেমন, আহলে হাদীসরা বিশেষ কোনো মাজহাব মেনে চলতে অস্বীকৃতি জানায়।


সুন্নি ধর্মতাত্ত্বিক ঐতিহ্য[সম্পাদনা]

বিভিন্ন যুগে মুসলিম চিন্তাবিদগণ স্রষ্টার প্রকৃতি, মানুষের স্বাধীন ইচ্ছা আছে কিনা ইত্যাদি দার্শনিক প্রশ্নের মুখোমুখী হয়েছেন। ধর্মতত্ত্ব ও দর্শনের বিভিন্ন মতানুসারীগণ বিভিন্নভাবে এই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাগুলো হলো :
  • আশয়ারিয়া, যা কিনা আবুল হাসান আশয়ারি কর্তৃক উপস্থাপিত। এই ব্যাখ্যাগুলো ইমাম গাজালি কর্তৃক বেশ সমাদৃত হয়।
    • এই ধর্মতত্ত্বে মরমী জ্ঞানকে প্রজ্ঞার উপর স্থান দেওয়া হয়। তাঁদের মতে নৈতিক নিয়মসমূহ মানবিক প্রজ্ঞা থেকে তৈরি করা যায় না, বরং স্রষ্টার নির্দেশ, যেমনটা কুরআনে উল্লেখিত এবং হযরত মুহাম্মদ(সা.) এর জীবনাদর্শ (সুন্নাহ)-ই হলো সকল প্রকার নৈতিকতার উৎস।
    • স্রষ্টার প্রকৃতি সম্পর্কে তাঁরা মুতাজিলাদের অবস্থানকে বর্জন করে (যে তত্ত্বমতে কুরআনে স্রষ্টা সংক্রান্ত সকল ভৌত গুণ রূপক)।[২] আশারিয়া জোর দেয় যে, বরং এই সকল গুণ সঠিক, কারণ কুরআন ভুল হতে পারে না, তবে স্রষ্টার উপর মোটা দাগের নরত্ব আরোপ করে এগুলো উপলব্ধি করা সম্ভব নয়।
    • আশারিয়া মানবীয় স্বাধীন ইচ্ছার বিপরীতে স্রষ্টার সর্বময় ক্ষমতার উপর জোর দেয়। তাঁরা বিশ্বাস করে যে, কুরআন সৃষ্ট নয় এবং তা অনাদিকাল থেকে বিদ্যমান।
  • মাতুরিদি (আবু মনসুর আল মাতুরিদি কর্তৃক উপস্থাপিত) যতদিন পর্যন্ত না মধ্য এশিয়ার তুরস্কের (যারা আগে আশআরি ও আল-শাফির অনুসারী ছিল) গোষ্ঠীগুলো এই ধারণা গ্রহণ করে ততদিন পর্যন্ত এই মতবাদের অনুসারীরা খুবই সংখ্যালঘু ছিল। গোষ্ঠীগুলোর মধ্যে একটি হলো সেলজুক তুর্ক, যারা তুরস্কে চলে গিয়েছিল, যেখানে কিনা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যপ্রতিষ্ঠিত হয়েছিল।[৩] তাদের প্রতিষ্ঠিত আইনি ব্যবস্থা গোটা সাম্রাজ্যে প্রসিদ্ধি লাভ করেছিল।
    • মাতুরিদিরা দাবি করত যে স্রষ্টার অস্তিত্ব মানবীয় প্রজ্ঞা থেকে ব্যাখ্যা করা সম্ভব।
  • আতারিয়াহ বা হানবালি, নির্দিষ্ট কোনো প্রচারকারীর নাম পাওয়া যায় না, তবে ইমাম আহমেদ ইবনে হানবালি এই মতবাদগুলো সজীব রাখার ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।

হাদিসের প্রতি সুন্নি দৃষ্টিভঙ্গি[সম্পাদনা]

যে কুরআন আজ আমরা দেখি সেটা আনুমানিক ৬৫০ খ্রিষ্টাব্দের দিকে হযরত মুহাম্মদ (সা.)-এর সহচারীদের দ্বারা সংকলিত হয় এবং তা সমগ্র মুসলিমদের দ্বারা স্বীকৃত হয়। তৎকালীন আরবরা দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুর সম্মুখীন হতো যেগুলো সরাসরি কুরআনে ছিল না। এক্ষেত্রে তারা হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহাচারীদের জীবনাদর্শ অনুসরণ করতো। হযরত মুহাম্মদ (সা.)-এর এই জীবনাদর্শ (বাণী ও কর্ম)-কে হাদিস বলা হয়। মুসলিম চিন্তাবিদরা এইসকল হাদিসের বর্ণনাকারীদের ধারা অনুসরণ করে ও তাঁদের বিশ্বস্ততা যাচাই করে হাদিসের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে থাকেন। সুন্নিরা সহীহ বুখারী ও সহীহ মুসলিম নামে দুটি হাদিসগ্রন্থকে বাকিগুলোর তুলনায় অধিকতর গ্রহণযোগ্য মনে করেন। যদিও ছয়টি হাদিস সংকলন মুসলিমদের কাছে বিশেষ গুরত্ব বহন করে। এগুলো হলো :
এছাড়াও আরো কিছু কম পরিচিত হাদিস সংকলন বিদ্যমান। যেমন :
Read More

October 11, 2018

মোমবাতিতে ভোট দিন | Vote in the candle | Bangladesh Islami Front | Bangladesh islami chattra sena


Read More

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

আপনার মন্তব্য আমাদের জানান

Name

Email *

Message *

যোগাযোগের ঠিকানা

কালাচাঁন দিঘির পূর্ব পাশে
৩ নং ওয়ার্ড,
হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।

পরিচালনায়

সভাপতি ঃ হাফেজ মুহাম্মাদ শাহেদ উদ্দিন

সাধারণ সম্পাদক ঃ মুহাম্মাদ কুতুব উদ্দিন(জিষার)

তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঃ মুহাম্মাদ আলী আকবর

মোবাইল নাম্বার

০১৮১৩৮৮১১৮২

০১৮৬৬৫৯৬৮৬৪

০১৮১৫৯২৪১৪৫

Copyright © বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩ নং ওয়ার্ড | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com